পঞ্চগড়ে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা

0

পঞ্চগড়ে ‘বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে পঞ্চগড় বিএম কলেজে  সোমবার দুপুরে এ আলোচনা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। বিএম কলেজের অধ্যক্ষ সামসুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সোহেল সুলতান জুলকার নাইন কবির, জেলা তথ্য অফিসার আলমগীর কবির, বিএম কলেজের শিক্ষক রফিকুল ইসলাম, মোসলেমা আখতার, NEWS 24 ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার প্রমুখ। 
এসময় বক্তারা বলেন, দেশ গঠনে তরুণদের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here