পঞ্চগড়ে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

0

পঞ্চগড়ে উপজেলায় পৃথক ঘটনায় নিখোঁজের দুইদিন পর মাটি চাপা অবস্থায় টাবুল বর্মন (৪৮) ও নিখোঁজের ৭ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে নুরুল ইসলাম (৪০) নামে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার চালকাহাট ইউনিয়নে ও বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সাঁওতালপাড়া ঘাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে টাবুল বর্মনকে একটি আম বাগানের ড্রেনে মাটি চাপা অবস্থায় ও নুরুল ইসলামকে হাত-পা বাধা অবস্থায় নদীতে ভাসমান পাওয়া যায়।

এ ঘটনায় শনিবার দুপুরে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা। এসময় তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত সাপেক্ষে মরদেহ উদ্ধারসহ এর সাথে জড়িতদের শনাক্ত করেছি। ইতিমধ্যে কয়েক জনকে আটক হলেও পৃথক দুই ঘটনার সাথে আরো জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি তাদের সবাইকে গ্রেফতার করতে আমরা সক্ষম হব। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here