পঞ্চগড়ে দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

0
পঞ্চগড়ে দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

পঞ্চগড়ের বোদা উপজেলায় জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মেসার্স এমএমএল ব্রিকস ও মেসার্স এসএআর ব্রিকস নামে দুটি ইটভাটার চিমনি ভেঙে দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলার বোদা পৌরসভার ভাসাইনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা ইটভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইটগুলোতে পানি দিয়ে বিনষ্ট করে দেন।

বোদা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী উপস্থিত ছিলেন। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটালিয়ন এবং জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে সহযোগিতা করে।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বোদা পৌরসভা এলাকায় গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ভাটাগুলো পরিচালিত হচ্ছিল; যা পরিবেশ দূষণসহ ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here