উত্তরের হিমালয়ান সমতল ভূমিবেষ্টিত অঞ্চল পঞ্চগড় জেলা। এজন্য এ জেলাকে হিমালয়কন্যা বলা হয়। নদী গবেষকদের মতে, এ জেলার ওপর দিয়ে বয়ে গেছে ছোট-বড় ৪৬টি নদনদী। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে এর সংখ্যা ৩৩।
পাহাড়ি সমতল অঞ্চল হওয়ায় কিছু নদী বয়ে এসেছে ভারতের পর্বতাঞ্চল থেকে। ২৯ নদীর উৎপত্তি ঘটেছে এ জেলার খাল-বিল থেকে। বাংলাদেশের অন্য কোনো জেলার ওপর দিয়ে এত নদী প্রবাহিত হয়নি। তাই অনেকে পঞ্চগড়কে নদীর জেলা বলে থাকেন।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, এ ব্যাপারে সবার সচেতনতা জরুরি। সচেতনতা সৃষ্টির জন্য সর্বস্তরের মানুষের এগিয়ে আসা দরকার।