পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

0

চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার (১০ জানুয়ারি) ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় উত্তরের জেলা পঞ্চগড়ে। পাহাড়ি হিমবাতাস ও ঘন কুয়াশার মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়ে এ জেলা। তবে একদিনের ব্যবধানে তাপমাত্রার পারদ খানিকটা বাড়লেও অব্যাহত রয়েছে কনকনে শীত।  

শনিবার (১১ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। ভোর থেকে কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলো।  

এদিকে কনকনে শীতের কারণে গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। তবে সকাল সাড়ে ৭টা নাগাদ সূর্যের মুখ দেখা দিলেও খানিকটা কুয়াশার কারণে ছড়াতে পারেনি উত্তাপ।

আবহাওয়া অফিস বলছে, জানুয়ারি মাসজুড়ে কয়েকটা শৈত্যপ্রবাহ বয়ে যাবে এ জেলার ওপর দিয়ে। একই সঙ্গে বাড়বে শীত।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, শুক্রবার জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে গেলেও শনিবার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here