হিমালয়সংলগ্ন উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। একদিনের ব্যবধানে মৃদু শৈত্যপ্রবাহ থেকে জেলাটি এখন মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। ঘন কুয়াশা ও পাহাড়ি হিমেল বাতাসে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৭টা পর্যন্ত সূর্যের কোনো দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢেকে গেছে গুরুত্বপূর্ণ সড়কসহ আশপাশের এলাকা। জেলার ব্যস্ত সড়কগুলোতে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কাজের প্রয়োজনে বের হওয়া অনেক মানুষকে বিভিন্ন স্থানে আগুন পোহাতে দেখা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।
তিনি আরও জানান, মঙ্গলবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং আগামী কয়েকদিন শীতের এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

