দেশের বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুযা পঞ্চগড়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। ইয়ুথ টক উইথ সাদ্দাম হোসেন শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন প্লাট ফরম অফ ড্রিমারর্স। শনিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পঞ্চগড়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন সাদ্দাম হোসেন। তিনি বলেন, ছাত্র রাজনীতি আলোকিত মানুষ গড়ার পাঠশালা হওয়া দরকার। তিনি এ সময় শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতি ও খেলাধুলার অঙ্গনে বিচরণ করার পরামর্শ দেন।