এখন থেকে ব্যবহারকারীর পছন্দ অনুসারে চ্যাটজিপিটির কথা বলার ধরন নমনীয় করা যাবে। ব্যবহারকারী চাইলে মডেলটিকে আরও বন্ধুসুলভ বা প্রাণবন্ত করে তুলতে পারবেন।
চ্যাটবটটিকে পেশাদার রূপ দিতে নতুন ‘জিপিটি-৫.২’ সংস্করণ উন্মোচন করেছে ওপেনএআই। তবে এরইমধ্যে নতুন সংস্করণের কথা বলার ধরন নিয়ে অভিযোগ করেছেন কিছু ব্যবহারকারী। যাদের কাছে চ্যাটজিপিটির বর্তমান আচরণ রুক্ষ বা মেজাজি মনে হচ্ছে তারা চাইলে এখন থেকে নিজের পছন্দমতো চ্যাটবটের ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ বা বদলে নিতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ওপেনএআই বলেছে, এখন থেকে চ্যাটবটের ব্যক্তিত্ব আরও সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। পার্সোনালাইজেশন সেটিংসে ‘ওয়ার্ম’, ‘এনথুজিয়াস্টিক’, ‘হেডার অ্যান্ড লিস্টস’ ও ‘ইমোজি’ নামের নতুন চারটি অপশন যোগ করেছে তারা।
এ চারটি অপশনের প্রতিটিতে ‘মোর’, ‘লেস’ বা ‘ডিফল্ট’ নামের তিনটি মোডের যে কোনোটি বেছে নিতে পারবেন ব্যবহারকারী। ফলে চ্যাটজিপিটি ঠিক কতটা আন্তরিক হবে বা কতটা ইমোজি ব্যবহার করবে তা আপনি নিজেই ঠিক করতে পারবেন। এক মাস আগেই ‘জিপিটি-৫.১’ সংস্করণে ‘বেইস স্টাইল অ্যান্ড টোন’ সেটিংসে ‘প্রফেশনাল’, ‘ক্যান্ডিড’ ও ‘কোয়ার্কি’ অপশন যোগ করেছিল ওপেনএআই। এখন নতুন ফিচারগুলো সেই সুবিধাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।
এ নতুন কাস্টমাইজেশনের সুযোগ দেওয়ার মূল কারণ সম্ভবত এ বছরের শুরুর দিকে ওপেনএআইকে অপ্রীতিকর এক পরিস্থিতি মুখে পড়ার ঘটনা। তখন ‘জিপিটি-৪ও’-এর বদলে নতুন ‘জিপিটি-৫’ নিয়ে আসার পর ব্যবহারকারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল।
ওই সময়ে ব্যবহারকারীদের প্রধান অভিযোগ ছিল, নতুন এ আপডেটটি আগের মতো বন্ধুসুলভ বা আলাপচারিতার উপযোগী নয়। এ প্রতিবাদের মুখে ওপেনএআই ব্যবহারকারীদের জন্য বিভিন্ন মডেল বেছে নেওয়ার সুযোগ ফিরিয়ে দিতে বাধ্য হয় ও ভবিষ্যতে জিপিটি-৫’কে আরও আন্তরিক করে তোলারও প্রতিশ্রুতি দিয়েছিল।

