পঙ্গু হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ

0

সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

তারা পঙ্গু হাসপাতালের সামনের সড়কের দুই লেন অবরোধ করে রেখেছেন। এতে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পঙ্গু হাসপাতাল, নিউ সায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতালসহ আশপাশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনের শতাধিক আহত ব্যক্তি রাস্তায় নেমেছেন। সড়কে কাউকে শুয়ে স্লোগান দিতে দেখা যায়, কাউকে স্ট্রেচারে ভর করে। তারা নানা ধরনের বৈষম্যবিরোধী স্লোগান দেন।

এসময় আগারগাঁওগামী ও আগারগাঁও থেকে শিশুমেলা মোড় পর্যন্ত লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এতে সামনে পেছনে যানজটের সৃষ্টি হয়েছে।

আহতরা বলেন, যারা বিক্ষোভ করছেন তাদের কারও এক চোখে আঘাত, আবার কারও দুই চোখে আঘাত লেগেছে। অনেকের আঘাত গুরুতর। কিন্তু তাদের অনেকেই সঠিক চিকিৎসা পাননি। সিঙ্গাপুর থেকে যে চিকিৎসক দল এসেছেন, তারা অল্প সময়ে অনেক রোগী দেখেছেন। এতে সঠিকভাবে চোখ পরীক্ষা করা হয়নি। এজন্য তারা সঠিক চিকিৎসার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন।

তারা আরও বলেন, এর আগেও চিকিৎসার দাবিতে রাস্তায় নেমেছিলেন। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলে আশ্বাস দেয়া হয়। কিন্তু বাস্তবে এর প্রতিফলন নেই। এমন পরিস্থিতিতে আবারও আন্দোলনে নেমেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here