২০১০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মচারিদের ন্যূনতম মজুরি আর বাড়েনি। অথচ গত ১৫ বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ৪০%, বাড়ি ভাড়া ৫০%, আর জ্বালানি ও গণপরিবহন ভাড়া বেড়েছে ৩২%। এমন বাস্তবতায় মার্কিন কংগ্রেসে ন্যূনতম মজুরি ঘন্টাপ্রতি ৭.২৫ ডলার থেকে ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে ১৭ ডলারে উন্নীত করার একটি বিল উত্থাপন করা হয়েছে।
এই বিল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিমত জানতে চাইলে তিনি বলেন, ‘ন্যূনতম মজুরি বাড়ালে দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।’ যদিও তার পূর্বের নির্বাচনী প্রচারণায় তিনি মজুরি বৃদ্ধির পক্ষে কথা বলেছিলেন।
এ বিলটি কংগ্রেসে উত্থাপন করেছেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ববি স্কট এবং সিনেটর বার্নি স্যান্ডার্স। বিলটি পাশ হলে ফেডারেল পর্যায়ের প্রায় দুই কোটি কর্মচারির দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
এদিকে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়াসহ ৩০টি অঙ্গরাজ্যে ইতোমধ্যে মুদ্রাস্ফীতির সাথে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে। কিন্তু একই মানের শ্রম দিয়ে ফেডারেল কর্মচারিদের অনেক কম বেতন গুনতে হচ্ছে, যা নিয়ে সম্প্রতি দেশজুড়ে কর্মচারিদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
প্রস্তাবিত বিলটি কংগ্রেসে পাশ হলে পরবর্তী ধাপে প্রেসিডেন্টের অনুমোদন প্রয়োজন হবে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এই উদ্যোগ কর্মীদের জীবমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অর্থনীতিতেও স্থিতিশীলতা আনবে।