ন্যূনতম মজুরিসহ শ্রম আইন সংশোধনের দাবি

0

শ্রমিকদের ন্যায্য মজুরি, গণতান্ত্রিক শ্রম আইন সংশোধন, নিপীড়ন ও হয়রানিমুক্ত নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাঈফুজ্জামান বাদশা এবং জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ।

বাসদের সাধারণ সম্পাদক ও শ্রমিক ফ্রন্টের উপদেষ্টা কমরেড বজলুর রশিদ ফিরোজ বলেন, সরকার কর্মক্ষেত্রের নিরাপত্তা এখনো নিশ্চিত করতে পারেনি। দেশের মানবসম্পদের ব্যবস্থাপক হিসেবে শ্রম ও কর্মসংস্থাণ মন্ত্রণালয় হওয়ার কথা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। অথচ রাষ্ট্রের সবচেয়ে অবহেলিত মন্ত্রণালয় হিসেবে গণ্য হয় এটি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here