রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও একটি খারাপ সংঘাত ঘটাবে। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পশ্চিমারা ইউক্রেনকে ভারী অস্ত্র সরবরাহ এবং নাৎসিবাদকে সম্মান জানিয়ে দিন দিন বিশ্বকে এমন একটি সংঘাতের কাছে নিয়ে যাচ্ছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ দেখেনি।
মার্কিন নির্মিত এমওয়ান আব্রামস ট্যাংক ইউক্রেনে পৌঁছানো এবং কানাডার পার্লামেন্টে ইউক্রেনের নাৎসিবাদী এক যোদ্ধাকে সম্মান জানানোর খবরের প্রতিক্রিয়ায় দিমিত্রি মেদভেদেভ এসব কথা বলেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন, চলমান পরিস্থিতিতে মনে হচ্ছে- ন্যাটোর সাথে সরাসরি সংঘাত ছাড়া রাশিয়ার সামনে আর কোনো পথ খোলা থাকছে না।
সূত্র : পার্সটুডে।