ন্যাটো জোট যুদ্ধ করুক, আমরা প্রস্তুত : রাশিয়ার হুঁশিয়ারি

0

ন্যাটো জোট যুদ্ধ করুক, আমরা প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, ইউক্রেনে ন্যাটো জোটের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মস্কো প্রস্তুত। কয়েকদিন আগে ইউক্রেনের ক্ষয়ক্ষতি সত্ত্বেও সংঘাত ‘বন্ধ’ করার যেকোনো পদক্ষেপ প্রত্যাখ্যান করেছিলেন ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ। এরপর রুশ পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দিলেন। 

জার্মানির ওয়েল্ট অ্যাম সোনট্যাগের সাথে এক সাক্ষাৎকারে স্টলটেনবার্গ ঘোষণা করেছিলেন যে ‘শান্তি মানে সংঘাত স্থগিত করা এবং রাশিয়ার বেধে দেয়া নির্ধারিত চুক্তি মেনে নেয়া নয়।’ স্টলটেনবার্গ ওই সাক্ষাৎকারে আরো বলেন, ‘শুধুমাত্র ইউক্রেনই গ্রহণযোগ্য শর্তগুলো ঠিক করে দিতে পারে।’

রাশিয়ার কর্মকর্তারা দীর্ঘদিন থেকে আমেরিকা এবং তার ন্যাটো মিত্রদেরকে কিয়েভকে অস্ত্র সরবরাহ করার জন্য অভিযুক্ত করে আসছে। রুশ কর্মকর্তারা বলছেন, এসব অস্ত্র সরবরাহ করে তারা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এই সংঘাতকে পুরো পশ্চিমা জগতের বিরুদ্ধে রাশিয়ার সেনাদের যুদ্ধ বলে উল্লেখ করেছেন। সের্গেই ল্যাভরভ মূলত প্রেসিডেন্ট পুতিনের সেই মনোভাবকেই নতুন করে তুলে ধরলেন।

সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here