ন্যাটোর ৩২ তম সদস্য ‍সুইডেন

0

আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিয়েছে সুইডেন। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরের কাছে অন্তর্ভুক্তির নথি হস্তান্তর করেন। এর মাধ্যমে সুইডেন জোটের ৩২তম সদস্য হলো।  

বিবিসির খবরে বলা হয়েছে, ওয়াশিংটনে ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করেছে সুইডেন। এর মাধ্যমে দেশটির ন্যাটোর ৩২তম সদস্য হলো। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেছেন, যারা অপেক্ষার করে তাদের ভালো ফল মেলে। সুইডেনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমাদের প্রতিরক্ষামূলক জোট এখন আগের চেয়ে শক্তিশালী এবং বৃহত্তর। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল সুইডেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here