ন্যাটোর সদস্য পদ ইউক্রেনের‌ ‌‘প্রাপ্য’: এরদোয়ান

0

ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়া ইচ্ছাকে সমর্থন করে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এ কথা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে।

তবে রাশিয়ার সাথে সংঘাত নিরসণে শান্তিপূর্ণ পথে হাঁটার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। 

ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে সমর্থন জ্ঞাপন করায় এরদোয়ানকে ধন্যবাদ দিয়েছেন জেলেনস্কি। আগামী মঙ্গলবার লিথুনিয়ায় শুরু হবে ন্যাটো সম্মেলন।

টুইটে জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনের ভূখণ্ডগত মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানানোয় আমি কৃতজ্ঞ। শান্তি ফর্মুলা আমাদের দেশ, মানুষ ও স্বার্থ রক্ষা করবে।’

 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here