ন্যাটোর মঞ্চ প্রস্তুত করেও নির্বাচনে হেরে গেলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

0

ন্যাটো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক। এর নেতৃত্বে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খুব শিগগিরই এই সামরিক জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে ফিনল্যান্ড। এরইমধ্যে এর মঞ্চ প্রস্তুত তৈরি হয়ে গেছে। সবশেষ সদস্য তুরস্ক হিসেবে ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য হিসেবে মেনে নিতে সম্মতি দিয়েছে।

ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার এই মঞ্চ তৈরির কারিগর দেশটির প্রধানমন্ত্রী সান্না মারিন। কিন্তু চূড়ান্ত সময়ে এসে নিজের গদি আর টিকিয়ে রাখতে পারলেন না তিনি।

শাসক দলের প্রধানমন্ত্রী অবশ্য পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্রের জয় হয়েছে। তিনি হার মেনে নিচ্ছেন। 

৩০ সদস্যের ন্যাটোয় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে ফিনল্যান্ড। বস্তুত, ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার প্রায় ১৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সূত্র: সিএনএন, এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here