ন্যাটোতে যোগ দিলে ইউক্রেন নামে কোনও দেশই থাকবে না, হুঁশিয়ারি

0

ন্যাটোতে যোগ দিলে ইউক্রেন নামে কোনও দেশই থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার ডেপুটি স্পিকার পিয়োত্রো তলস্তয়।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবার বার্তা সংস্থাটি এ খবর প্রকাশ করেছে। 

চলতি মাসের প্রথম দিকে জেলেনস্কি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় এরদোয়ান বলেছিলেন, ন্যাটো জোটের সদস্য হওয়ার অধিকার রাখে ইউক্রেন। 

ন্যাটো জোটে ইউক্রেনের সদস্য পদ লাভের বিষয়ে তুরস্কের সমর্থন রয়েছে- এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তলস্তয় বলেন, এ নিয়ে রাশিয়ার মাঝে কোনও ইতিবাচক মতামত নেই। তিনি সরাসরি বলেন, জেলেনস্কি ন্যাটো জোটে যোগ দিতে পারেন, তবে সঙ্গে ইউক্রেন থাকবে না। 

ইস্তাম্বুল সফরের পর জেলেনস্কি ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী আজভ ব্যাটালিয়নের ৫ কমান্ডারকে দেশে ফিরিয়ে নেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার এক চুক্তির আওতায় এসব কমান্ডারের ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তুরস্কে অবস্থান করার কথা ছিল। সূত্র: তাসনিম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here