মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ‘ন্যাটো’ই মূল সমস্যা সৃষ্টিকারী বলে অভিযোগ করেছে চীন।
একই সঙ্গে দেশটি আরও অভিযোগ করেছে, তারাই (ন্যাটো) স্নায়যুদ্ধ তৈরি করেছে এবং বিশ্বব্যাপী উত্তেজনা সৃষ্টি অব্যাহত রেখেছে।
লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলন শেষে যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে চীনকে নানা রকম সংকট সৃষ্টিকারী পদক্ষেপ নেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে। এর জবাবে চীনা রাষ্ট্রদূত ন্যাটো জোটকে দায়ী করে বিবৃতি দিলেন।
ন্যাটো জোটের যৌথ বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, চীনের এই ধরনের পদক্ষেপের কারণে পশ্চিমা সামরিক জোটের স্বার্থ হুমকির মুখে পড়েছে।
ন্যাটো জোটের এই অভিযোগকে চীনের রাষ্ট্রদূত ভুয়া এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট এখনও স্নায়ুযুদ্ধের মানসিকতা পোষণ করে।
চীনা রাষ্ট্রদূত সুস্পষ্ট করে বলেন, ন্যাটো জোট নিজেকে প্রতিরক্ষামূলক জোট হিসেবে দাবি করলেও তারা বিভিন্ন জায়গায় সংঘাত সৃষ্টির উস্কানি দেয়। এছাড়া আঞ্চলিক জোট হিসেবে তুলে ধরলেও তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রবেশের চেষ্টা করে সেই নীতি লঙ্ঘন করেছে। সূত্র: তাস