নৌবাহিনী বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

0
নৌবাহিনী বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার চট্টগ্রামের ‘এরিয়া টেনিস এন্ড স্কোয়াশ কমপ্লেক্স’-এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘প্রতিযোগিতার সমাপনী দিনে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি এবং বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্ববধানে ও বানৌজা ঈসা খানের সার্বিক ব্যবস্থাপনায় সাত দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার খুলনা নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড দলের ৪৮ জন পুরুষ ও ১৪ জন মহিলা কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

সমাপনী প্রতিযোগিতায় টেনিস দ্বৈতে (পুরুষ) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার ও কমডোর আবুল ফজল মুহাম্মদ আহসান উদ্দিন জুটি চ্যাম্পিয়ন এবং কমডোর আশরাফ মাহমুদ রিয়াজ ও লে. মো. আরজু ইহসান রানার-আপ হওয়ার গৌবর অর্জন করে। 

অন্যদিকে, টেনিস দ্বৈত (মহিলা) লে. সাদিয়া সুলতানা সাথী ও সা. লে. সিমব্রী অর্ণি সাংমা জুটি চ্যাম্পিয়ন এবং লে. উজমা আনহা ও সা. লে. নওশিন জাহান রানার-আপ হওয়ার মধ্য দিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করে। এছাড়াও টেনিস একক প্রতিযোগিতায় (পুরুষ) লে. মো. আরজু ইহসান চ্যাম্পিয়ন ও কমান্ডার কাজী শাকুর মাহমুদ রানার-আপ এবং টেনিস একক (মহিলা) সা. লে. সিমব্রী অর্ণি সাংমা চ্যাম্পিয়ন এবং সা. লে. আফিয়া আনজুম রানার-আপ শিরোপা অর্জন করে। 

অপরদিকে, স্কোয়াশ (পুরুষ) প্রতিযোগিতায় ক্যাপ্টেন মোহাম্মদ নুরুন্নবী খন্দকার চ্যাম্পিয়ন ও মো. জালাল আহমেদ তুরাগ রানার-আপ এবং স্কোয়াশ (মহিলা) প্রতিযোগিতায় লে. নুসরাত জাহান চ্যাম্পিয়ন ও সা. লে. সিমব্রী অর্ণি সাংমা রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

এ সময় অন্যান্যদের মধ্যে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ সস্ত্রীক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here