পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসের হয়ে প্রচারণায় অংশ নেওয়াসহ নানা অভিযোগে ভান্ডরিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অহিদুল ফরাজীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, ভান্ডারিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অহিদুল ফরাজীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।
নৌকার প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেওয়া ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।