নোয়াখালী পুলিশ কেজি স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা

0

নোয়াখালী পুলিশ কেজি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পুলিশ সুপার ও অত্র স্কুলের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোর্তাহীন বিল্লাহ’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার নিত্যনন্দন দাস, সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি, ট্রাফিক পরিদর্শক (টিআই) সিরাজদ্দৌলা ও শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন অতিথিরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here