নোয়াখালীর সেনবাগে এমপি মোরশেদের বিরুদ্ধে একমঞ্চে আওয়ামী লীগ নেতারা

0

নোয়াখালী-২ সেনবাগ আসনের এমপি মোরশেদ আলমের বিরুদ্ধে একমঞ্চে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক পৌর মেয়র ও সাবেক সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর টিপুর উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে এমন বক্তব্য দেন আওয়ামী লীগের বিক্ষুদ্ধ দলীয় নেতাকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আহম্মদ চৌধুরী, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহম্মেদ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।

এব্যাপারে এমপি মোরশেদের এপিএস রুবেল জানান, সামনে যেহেতু নির্বাচন তারা একটা গ্রুপ তৈরি করে এমপির বিরুদ্ধে এটা করতেছে। তবে এব্যাপারে এমপির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here