নোয়াখালী-২ সেনবাগ আসনের এমপি মোরশেদ আলমের বিরুদ্ধে একমঞ্চে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক পৌর মেয়র ও সাবেক সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর টিপুর উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে এমন বক্তব্য দেন আওয়ামী লীগের বিক্ষুদ্ধ দলীয় নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আহম্মদ চৌধুরী, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহম্মেদ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।
এব্যাপারে এমপি মোরশেদের এপিএস রুবেল জানান, সামনে যেহেতু নির্বাচন তারা একটা গ্রুপ তৈরি করে এমপির বিরুদ্ধে এটা করতেছে। তবে এব্যাপারে এমপির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।