নোয়াখালীর বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

0
নোয়াখালীর বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী দিনে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও নবাগত ফ্রাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। 

এই ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিয়েছে চট্টগ্রামকে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী।

এর আগে দিনের প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে আসর শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী ম্যাচে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রতিপক্ষকে।

এবারই প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। দলটির নেতৃত্বে আছেন সৈকত আলী। অন্যদিকে মালিকানা জটিলতা কাটিয়ে মাঠে নামা চট্টগ্রাম রয়্যালসও জয়ের লক্ষ্যেই ব্যাট করতে নামছে।

চট্টগ্রাম রয়্যালস: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, তানভির ইসলাম, শেখ মেহেদী (অধিনায়ক), আবু হায়দার রনি, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, মাসুদ গুরবাজ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মির্জা তাহির বেগ।

নোয়াখালী এক্সপ্রেস: সৈকত আলী (অধিনায়ক), মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, ইহসানউল্লাহ, হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here