নোয়াখালীর কবিরহাট উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জহিরুল ইসলাম (৩৩) নামে উপজেলা ছাত্রদলের এক নেতাকে পুলিশে সোপর্দ হয়েছে। জহিরুল ইসলাম উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বলে জানা গেছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের গোলাপ রহমান ভূঁইয়া বাড়ির আবুল কাশেমের ছেলে।
থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, সড়কে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।