নোয়াখালীতে ৮শ সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ

0
নোয়াখালীতে ৮শ সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ

বৃহত্তর নোয়াখালীর ফেনী ও লক্ষীপুরের সুবিধাবঞ্চিত মেধাবী ৮শ শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ক্রেস্ট বিতরণ করা হয়েছে। এ সময় অতিথি ও গুণীজনকে বিশেষ সম্মাননাও দেয়া হয়। শুক্রবার সন্ধ্যায় বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি ঢাকার উদ্যোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুমে এই আয়োজন করা হয়। 

বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির সভাপতি মির্জা গালিব আহমেদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সদস্য সচিব ডক্টর কাইয়ুম আরা বেগম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আবু ইউসুফ, ঢাকা দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মুহম্মদ ইসমাইল, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান রহমান, মাউশির অতিরিক্ত সচিব অধ্যাপক মনির হোসেন পাটোয়ারী এবং বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল ক্লায়েন্টের পরিচালক ফারিয়া বিনতে গালিব নদী।

অনুষ্ঠান শেষে উচ্চমাধ্যমি পরীক্ষায় উত্তীর্ণ ১০০ জন মেধাবীসহ বৃহত্তর নোয়াখালী, ফেনীও লক্ষ্মীপুরের সুবিধাবঞ্চিত ৮শ স্কুল শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও ২ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here