নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় ৭টি মোটরসাইকেলসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন সূবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহাজমারা গ্রামের মো. সেলিমের ছেলে মহিন উদ্দিন (৩০) ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগদানন্দ গ্রামের মৃত মোজাফফর আহম্মদের ছেলে মো. লোকমান (৫১)।
শনিবার (৩০ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম। এর আগে শুক্রবার দিনব্যাপী অভিযান অভিযান চালিয়ে সূবর্ণচর ও কবিরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পরে আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।