নোয়াখালী সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে আলোচিত ১৩ মামলার পলাতক আসামি মামুনুর রশিদ প্রকাশ জুয়েলকে (৩৮) গ্রেফতার করেছে।
ঢাকার ওয়ারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে আদালতে চেকের ১৩টি মামলার মধ্যে ৮টিতে ৫ বছর ৩ মাসের সাজা ও ৫টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
মঙ্গলবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মামলার পালাতক আসামি জুয়েলকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম ইয়ারপুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে।