নোয়াখালীতে হত্যার ঘটনায় পথচারীও মামলার আসামি!

0

নোয়াখালীর সদর উপজেলার বাঁধেরহাট এলাকায় কিশোর গ্যাং সদস্যদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পথচারী রাকিবকেও হত্যা মামলার আসামি করা হয়েছে! জানা যায়, দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ সময় বাঁধেরহাট বাজার থেকে রাস্তা দিয়ে যাওয়ার পথে হামলায় পথচারী রাকিবও গুরুতর আহত হন। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

এদিকে এ ঘটনায় নিহত সাজেদ হোসেন সৌরভের (২০) মা পারভীন আক্তার বাদী হয়ে রিয়াজ, পিতা: মনির উদ্দিনসহ ১০ জনের বিরুদ্ধে নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। ভিকটিমের মা এই মামলায় পথচারী রাকিবকে আসামি করেননি । তবে সংঘর্ষে নিহতের ঘটনায় সুধারাম থানা পুলিশ বাদী হয়ে ২১জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলায় রাকিবকে ১০নং আসামি করা হয়েছে। অথচ ঐ দিন ঘটনার সময় পথচারী রাকিব বাজার থেকে বাড়ি যাওয়ার পথে অতর্কিতভাবে হামলার শিকার হন। রাকিবের পরিবার এই হয়রানি থেকে মুক্তির দাবি জানিয়েছেন। 

উল্লেখ্য, সোমবার (২৯ জানুয়রি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here