নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মামলার আসামি ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি (৩৭) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিহতের স্বজন ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
বক্তারা বলেন, গত সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মঞ্জু তার বোনের বাড়ি থেকে অসুস্থ ভাগনিকে দেখে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা প্রকাশ্যে তাকে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বাবা বদিউজ্জামান, বোন রেহানা আক্তার রুম্পা এবং স্থানীয় বাসিন্দা মো. হাসান, মো. আনোয়ার, মোসাম্মৎ বিউটি, মোসাম্মৎ নিলুফার ইয়াসমিনসহ অনেকে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. বারী বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

