নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

0
নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে। নিহত মো. মাসুম (৮) ও মো.মারুফ (৭) একই ওয়ার্ডের মো.মাসুদের ছেলে।  

স্থানীয়রা জানায়, নিহত দুই শিশুর পরিবার গৃহহীন। কয়েক মাস আগে নদী ভাঙ্গনে তাদের আশ্রয়ণের ঘর পানিতে বিলীন হয়ে যায়। এরপর থেকে পরিবারটি রাস্তার পাশে ছাপরা ঘরে বসবাস করে আসছে। আজ দুপুরে দুই ভাই বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসল করতে যায়।

ওই সময় তাদের পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। গোসলের সময় হঠাৎ তারা পুকুরের পানিতে ডুবে যায়।  একপর্যায়ে তাদের খোঁজ শুরু করেন স্বজনরা। পরে পরিবারের সদস্যরা পুকুরে তল্লাশী চালিয়ে তাদের উদ্ধার করে।

পরে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here