নোয়াখালী ম্যাটসে (মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে ম্যাটসের হল রুমে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল। ম্যাটসের ছাত্রলীগ নেতা সাজেদুল ইসলাম সৌরভের সভাপত্বি অনুষ্ঠান উদ্বোধন করেন ম্যাটসের অধ্যক্ষ ডাঃ মোঃ হাবিবউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ডাঃ সৈয়দ মহিউদ্দিন নাসির ও ডাঃ রুমানা পারভিনসহ বিভিন্ন ডাক্তার ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে নবীন শিক্ষার্থী ও প্রধান অতিথি শহিদ উল্যাহ খান সোহেল ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।