নোয়াখালীর বেগমগঞ্জে শরিফপুর ইউনিয়নের হাসানহাট এলাকায় দোকানে কিশোর গ্যাংয়ের হামলা, ভাঙচুর ও দোকান দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শেখ আহাম্মদ পুলিশ সুপারের নিকট বিচারের দাবি করে কিশোর গ্যাং সদস্য শরাফাত হোসেন অনিক ও আরাফাত হোসেন তারেকসহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই দিকে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার বিকেলে এমন অভিযোগ করে বলেন, দেশীয় অস্ত্র নিয়ে সস্ত্রাসী কায়দায় দোকানে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এর আগে ঘটনাটি ঘটেছে ৬ মে সকালে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, অভিযোগটি হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে শুনেছি থানাও নাকি অভিযোগ দেওয়া হয়েছে।