নোয়াখালীতে নারীদের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঈদ আনন্দ মেলা। সোমবার দুপুরে জেলা শহরের মাইজদী মেহেরান ডাইন নামে একটি রেস্টুরেন্টে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল উল্লা খান সোহেল।
এ ছাড়া ঈদ আনন্দ মেলার আহ্বায়ক শাহজাদী আফরোজ ও সদস্য সচিব ফেন্সি হুমাইরা, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক ও নোয়াখালী প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর সোহাগসহ অতিথিরা উপস্থিত ছিলেন।