নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জনের মৃত্যু

0

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে খাদের পানিতে পড়ে তিনজন নিহত হয়েছেন।

শনিবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে চন্দ্রগঞ্জের পূর্ববাজারে এ ঘটনা ঘটে। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়ে খাদের পানিতে পড়ে যায়। এভাবে সকাল থেকে ট্রাক ও অটোরিকশা খাদের পানিতে পড়ে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ট্রাকটি উদ্ধারে এগিয়ে আসে। এরপর অটোরিকশার চালকসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here