নোয়াখালীর সদর উপজেলার ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নোয়াখালীর ইউনিয়নের মান্নাননগর বাজার দক্ষিণে খলিল মিয়ার দরজায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজাহারুল হক (৩৮) উপজেলার বদরীপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে।
সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) মো.কামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। ট্রাকটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা আছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।