নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মদিন পালিত

0

“সংগ্রাম-স্বাধীনতা ও প্রেরণায় বঙ্গমাতা”-এ প্রতিপাদ্যে নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩মত জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (০৮ আগস্ট) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও মিলাদের আয়োজন করা হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জিএস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here