প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির দেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল। তিনি প্রধানমন্ত্রীকে হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে অতি দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, শহর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মিঠুন ভট্রসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।