নোয়াখালীতে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, মোটরসাইকেল ভাঙচুর

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই প্রতিবাদে ও তফসিল বাতিলের দাবিতে নোয়াখালী জেলা শহরে মাইজদীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা।

বুধবার রাত ৮টার দিকে জেলা জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আদালত প্রাঙ্গণ এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলটি মাত্র ৫ মিনিট স্থায়ী ছিল। পরে পুলিশের ভয়ে চলে যায়। জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসহাক খন্দকার মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীব জানান, রাত ৮টার দিকে সেনবাগ উপজেলার সমির মুন্সিরহাট এলাকায় চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের উপর বিএনপি-জামায়াত কর্মীরা টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। ওই সময় পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here