নোয়াখালীর সুধারামের এওজবালিয়া পূর্ব চাকলা গ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৪৬ বস্তা চাল গোডাউন থেকে চুরি করে রাস্তায় সরিয়ে রাখার ঘটনায় ডিলার মিজানুর রহমানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইসমাইল (৩০) ও এরশাদকে (২৫) গ্রেফতার করেছে। চাল চুরির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে।
এদিকে শুক্রবার সকালে জব্দকৃত ৫৪৬ বস্তা চাল স্থানীয় চেয়ারম্যানসহ প্রশাসনের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে। এতে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।
ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং দোষীদের শাস্তির দাবি করেন। এর আগে ডিলারের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, ডিলারের যোগসাজসে চালগুলো আত্মসাৎ করার চেষ্টা করা হয়েছে।
ডিলার মিজানুর রহমান জানান, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সুধারাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, সরকারি চাল গোডাউন আত্মসাতের চেষ্টাকালে দুই জনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় ডিলারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ডিলারশীপ বাতিল করা হবে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।