নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিমের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে একই পরিষদের ৮ ইউপি সদস্য জেলা শহর মাইজদীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও গোলাম কুদ্দুস মিন্টুসহ ইউপি সদস্যরা।
লিখিত বক্তব্যে চেয়ারম্যানের বিরুদ্ধে ৮ জন ইউপি সদস্য অনাস্থা ঘোষণা করেন। অনিয়ম, দুর্নীতি তদন্ত করে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সরকারি প্রকল্প, অনুদান জনগণের জন্য ব্যায় করার দাবি জানান তারা।