নোয়াখালীতে আন্তর্জাতিক যোগ দিবস পালন

0

গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামে অবস্থিত প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক সিইও রাহা নব কুমারের সভাপতিত্বে এবং পিস কো-অর্ডিনেটর অসীম কুমার বকসীর সঞ্চালনায় গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের (উচ্চ বিদ্যালয়) হলরুমে এক আলোচনা সভা, যোগ ব্যায়াম চর্চা এবং সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কাম প্রশাসনিক কর্মকর্তা শংকর বিকাশ পাল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের সাবেক অনারারি প্রধান শিক্ষক এবং শান্তিকর্মী তন্দ্রা বড়ুয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়োগা সংঘের প্রশিক্ষক এলিজা চৌধুরী, শাহ নোমান মো. ইফতেখার, গান্ধী আশ্রম ট্রাস্টের মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন কো-অর্ডিনেটর খায়রুজ্জামান খোকন, গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের (উচ্চ বিদ্যালয়) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ প্রমুখ।

আলোচনা শেষে যোগ ব্যায়াম চর্চা ও সাংস্কৃতিক পর্বে সহায়তাকরণে ছিলেন শান্তি কর্মী তন্দ্রা বড়ুয়া, বাংলাদেশ ইয়োগা সংঘের প্রশিক্ষক এলিজা চৌধুরী, শাহ নোমান মো. ইফতেখার। সাংস্কৃতিক পর্বে গান্ধী আশ্রম ট্রাস্টের থিয়েটার ইউনিটের শিল্পীরা এবং গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। গান্ধী আশ্রম ট্রাস্ট পিস কো-অর্ডিনেটর অসীম কুমার বক্সী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here