পর্যটন কেন্দ্র কুয়াকাটার নোঙ্গরখানায় চিকিৎসা দেওয়া হচ্ছে বিলুপ্ত প্রজাতির একটি পাখিকে। গত সোমবার বিকালে অসুস্থ অবস্থায় পাখিটিকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। পরে তারা চিকিৎসার জন্য অ্যানিমেল লাভার্সের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এটি দেখতে কবুতরের মতো হলেও গায়ে কিছুটা কালোর মধ্যে হলুদ বর্ণ রয়েছে।
স্থানীয়রা বলেছেন, এ পাখির নাম হরিয়াল। এগুলো এখন সচরাচর দেখা যায় না। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের এএসআই শেরজাহান জানান, হঠাৎ করে পাখিটি কুয়াকাটা সৈকত লাগোয়া একটি হোটেলের সামনে মাটিতে লুটিয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পান। পরে কাছে গিয়ে দেখেন ডানায় ক্ষতের চিহ্ন। তাই পাখিটি উড়তে পারছে না। তাৎক্ষণিক এটিকে উদ্ধার করে অ্যানিমেল লাভার্সের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন।