কুষ্টিয়ার কুমারখালিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য-নাশকতার জবাব দেয়ার জন্য প্রস্তুত আছে যুবলীগ। তিনি বলেন, আওয়ামী লীগ একটি পরিবার। যুবলীগ সেই পরিবারের সদস্য। পরিবারের সব সদস্য একত্রিত হয়েছে। দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র এই পরিবারকে ধ্বংস করতে পারবে না।
৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমারখালি উপজেলা যুবলীগের আয়োজনে আজ বিকাল সোয়া ৪টায় কুমারখালি জেএন হাইস্কুল মাঠ থেকে শুরু হয় র্যালি। বিশাল শোভাযাত্রাটি কুমারখালি শহরের কয়েকটি সড়ক ঘুরে বাসস্ট্যান্ডে গিয়ে সমবেত হয়। সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি সেলিম আলতাফ জর্জ এমপি আরো বলেন- নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র চলছে। তা মোকাবেলায় সবাই আজ ঐক্যবদ্ধ।
এতে বক্তব্য রাখেন কুমারখালী পৌর মেয়র সামছুজ্জমান অরুন, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।