নেপালে ৫.২ মাত্রার ভূমিকম্প

0

দক্ষিণ এশিয়ার দেশ নেপালে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।

স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম খবরহাব। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পাইক।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নেপালের এই ভূমিকম্পে দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন স্থানও কেঁপে উঠেছে।

এর আগে, গেল শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল মায়ানমারে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৭। সেই ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত মায়ানমারে মারা গেছেন ৩,০০০ জনেরও বেশি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here