নেপালে আবারও ভূমিকম্প

0

নেপালে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। গত শুক্রবার রাতের বিভীষিকা কাটতে না কাটতেই রবিবার (৫ নভেম্বর) ভোরে আবারও কেঁপে উঠেছে দেশটি। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩.৬।

এই ঘটনায় দেশটির অনেকের মনেই বিরাজ করছে আতঙ্ক। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে দিয়ে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে প্রায় একইসময়ে ভূমিকম্প হয়েছে আফগানিস্তানেও। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শনিবার গভীর রাতে আফগানিস্তানের ফয়জাবাদে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৫। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এর আগে গত সপ্তাহে আফগানিস্তানে ৪.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হনেছিল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here