নেপালের বিপক্ষে একাদশে হামজা-জামাল, বেঞ্চে সমিত

0
নেপালের বিপক্ষে একাদশে হামজা-জামাল, বেঞ্চে সমিত

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ রাতে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। লম্বা ভ্রমণ শেষে মাত্র এক সেশন অনুশীলন করা কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত শোমকে একাদশে রাখা হয়নি। কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষার জন্য শোমকে শুরুতে বদলি হিসেবে রাখা হয়েছে।

তবে লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী শুরু থেকে একাদশে খেলবেন। কোচ কাবরেরা ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলকে পরীক্ষা করার উদ্দেশ্যে একাদশের বাইরে বদলি হিসেবে আরও ছয় খেলোয়াড় ব্যবহার করবেন।

বাংলাদেশের একাদশ (নেপাল ম্যাচ):

গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন
মধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, জামাল ভূঁইয়া, সোহেল রানা জুনিয়র
আক্রমণ: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম

ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here