নেদারল্যান্ডসের আদালতে পাকিস্তানি ক্রিকেটারের বিচার শুরু

0

এক ডাচ রাজনীতিবিদকে হত্যা করতে উসকানি দেওয়ার অভিযোগে নেদারল্যান্ডসের একটি আদালতে পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালিদ লতিফের বিচার শুরু হয়েছে।

ইউরোপের দেশ নেদারল্যান্ডসের সাথে পাকিস্তানের আসামি হস্তান্তরের কোনো চুক্তি নেই। তাই লতিফকে নেদারল্যান্ডসে নেয়া সম্ভব হয়নি। তার অনুপস্থিতিতেই গতকাল মঙ্গলবার বিচার প্রক্রিয়া শুরু হয়।

প্রতিযোগিতা আয়োজনের ঘোষণার পর নানা জায়গা থেকে হুমকি আসতে থাকলে আয়োজন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন গির্ট উইল্ডার্স।    

এদিকে, কার্টুন আঁকার প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেওয়ার পর ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে গির্ট উইল্ডার্সকে হত্যা করার আহ্বান জানান পাকিস্তানি ক্রিকেটার খালিদ লতিফ। সেইসাথে এই রাজনীতিবিদের মাথার দাম ২১ হাজার ডলার ঘোষণা করেন লতিফ। 

আদালতে লতিফের ১২ বছরের সাজার আবেদন করেছেন আইনজীবীরা। এ সময় ক্রিকেটার লতিফ বা তার পক্ষ থেকে কোনো প্রতিনিধি আদালতে উপস্থিত ছিলেন না। আগামী ১১ সেপ্টেম্বর মামালার রায় ঘোষণা হতে পারে।

উল্লেখ্য, ২০০৮ সালে পাকিস্তান জাতীয় দলে ডাক পান ডান হাতি এই ক্রিকেটার। পরিসংখ্যান বলছে, জাতীয় দলের হয়ে তিনি মোট ৫ ওয়ানডে এবং ১৩ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন। এরপর ২০১৭ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হন তিনি। সম্প্রতি তার এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে তিনি করাচির একটি ক্লাবের হয়ে ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন। 

সূত্র : ডন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here