নেত্রকোনার হাওরাঞ্চলের একমাত্র বোরো ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। যদিও আবহাওয়াসহ নানা কারণে ব্লাস্টের আক্রমণে ক্ষতি হয়েছে অনেক। তারপরও এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এদিকে কম্বাইন্ড হারভেস্টার মেশিন থাকায় শ্রমিক সঙ্কট নেই বলেও দাবি কৃষক এবং কৃষি বিভাগের।
হাওর ঘুরে দেখা গেছে, সোনালী ধানের মৌ মৌ গন্ধে হাওরবেষ্টিত উপজেলাগুলোতে এক অন্যরকম আনন্দ বিরাজ করছে। মাঠ জুড়ে এক কর্মব্যস্ততময় সময় পার করছেন কৃষকরা। নারী পুরুষ শিশু কিশোর সবাই যেনো প্রচণ্ড গরম উপেক্ষা করে ধান কাটা মাড়াই শুকানোর কাজে ব্যস্ত। কৃষি শ্রমিকরাও খুশি।
এদিকে কৃষি বিভাগ বলছেন, আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে এ পর্যন্ত (২৬ এপ্রিল) হারভেস্টার মেশিন ব্যবহারে এরইমধ্যে ৮৫ ভাগেরও বেশি ধান কর্তন সম্ভব হয়েছে। ফলে শ্রমিক সঙ্কট দেখা দেয়নি।
সরকারের ভর্তুকি মূল্যে ৭শ’ ৩০টি হারভেস্টার মেশিনে ধান কাটায় এরমধ্যে সিংহভাগ ফসল ঘরে তুলতে পেরেছেন কৃষকরা। একদিকে যেমন সল্প সময়ে ধান কাটা সম্ভব হয়েছে তেমনি শ্রমিক সংকটও নিরসন হয়েছে। জেলায় দেশের বিভিন্ন স্থানসহ স্থানীয় ৪০ হাজার শ্রমিক কাজ করছেন বলেও জানায় কৃষি বিভাগ।
কিন্তু বৈরী আবহাওয়ায় শিলাবৃষ্টি ও অতিরিক্ত গরমে নষ্ট হয়েছে আগাম জাতের ধান ২৮। ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য চাষি। যদিও কৃষি বিভাগের উপ পরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামানের দাবি ব্লাস্টে মাত্র ৯২ হেক্টর জমি নষ্ট হয়েছে। তিনি বলেন, ব্রি ধান-২৮ যারা করেছেন তাদের অনেকে পরামর্শ মেনেছেন তাদের জমিতে ব্লাস্টের আক্রমণ হয়নি। যারা মানেননি তাদের কিছুটা ক্ষতি হয়েছে। জেলায় এবার ১১ লাখ ৫৬ হাজার ১শ’ ৬২ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।