নেত্রকোনার হাওরাঞ্চলের ফসল রক্ষা বাঁধে বাঁচলো ১০ কোটি টাকা

0

প্রতিবছর হাওরাঞ্চলে আগাম বন্যা থেকে ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় অর্ধশত কোটির টাকার বাঁধ মেরামত ও নির্মাণ কাজ করা হয়। এরই ধারবাহিকতায় এবছরও নেত্রকোনার হাওরাঞ্চলে ফসলরক্ষা ডুবন্ত বাঁধের মেরামত ও নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। কিন্তু এবছর কঠোর মনিটরিংয়ের ফলে কাজের শেষে সরকারের বাঁচলো ১০ কোটি ৩৭ লক্ষ টাকা। এ নিয়ে জেলা মনিটরিং কমিটির সভায় সন্তোষ প্রকাশ করেছেন সভাপতিসহ সকল সদস্যরা। 

চলতি বছরে জেলার বিভিন্ন হাওরের ৩৮০ কিলোমিটার ডুবন্ত বাঁধের মধ্যে ১৫৫ কিলোমিটার বাঁধের জন্য ৩৪ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও কাজের শেষে বাস্তবায়ন মূল্য হয়েছে ২৩ কোটি ৭৯ লক্ষ টাকা। এরমধ্যে শুরুতে এবার ১৪ কোটি ৫১ লক্ষ টাকা বরাদ্দ ছিলো। বাকি রয়েছে ৯ কোটি ২৮ লক্ষ টাকা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কাবিটা স্কীম বাস্তবায়ন ও বাঁধ মনিটরিং কমিটির সভায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মনিটরিং কমিটির সদস্য সচিব ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান। 

সভায় কৃষি বিভাগের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ, পুলিশ প্রতিনিধি সার্কেল এসপি শাহ সিবলী সাদিক, সদরের ইওএনও তানিয়া তাবাসসুম, ব্রাকের সমন্বয়কারী প্রবাল সাহাসহ পানি উন্নয়ন বোর্ডের এলাকাভিত্তিক সহকারী প্রকৌশলী ও উপ সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here