নেত্রকোনার শ্যামগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

0

নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ কুতুবপুর পালের ঘাট মোড়ে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোশারফ হোসেন মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠায়।

নিহতের চাচা মো. আব্দুর রহমান জানান, মোশারফ ভাটায় যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। পরে আমরা খবর পাই, তার মরদেহ সড়কে পড়ে আছে।

এ ব্যাপারে শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নান্নু খান সাংবাদিকদের জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এখন পর্যন্ত ঘাতক যানবাহন বা চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here